রাঙামাটিতে হিল ফ্লাওয়ারের উদ্যোগে লিঙ্গ সমতা বিষয়ক কর্মশালা

Published: 21 Sep 2018   Friday   

হিল ফ্লাওয়ারের উদ্যোগে শুক্রবার রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগগায় লিঙ্গ সমতা বিষয়ক পাড়া উন্নয়ন কমিটির সদস্যদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।


ওয়াগগা ইউনিয়নের সাপছড়ি প্রকল্প কার্যালয়ে শেড বোর্ড এর সহায়তায় কমিউনিটি হেলথ প্রোগ্রাম প্রকল্পের আওতায় কর্মশালায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও হিল ফ্লাওয়ারের সভাপতি ডা.নীলু কুমার তংচংগ্যা।

 

হিল ফ্লাওয়ারের প্রকল্প ব্যবস্থাপক জ্যোতি বিকাশ চাকমার সঞ্চালনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চন্দ্র ঘোনা খ্রীষ্ট্রিয়ান হাসপাতাল, প্রোগ্রাম মেনাজার বিজয় মার্মা, সাপছড়ি মইন পাড়া কার্বারী ইন্দ্র লাল তনচংগ্যা, কমিউনিটি ফিসিলেটেটর নাইম্রাচিং চৌধুরী, ফিল্ড সুপার ভাইজার ধন মনি তনচংগ্যা, জোত খামার পাড়া উন্নয়ন কমিটি অর্থ সম্পাদক সুবর্না তনচংগ্যা,পাগলী মধ্যম পাড়া উন্নয়ন কমিটির সম্পাদিকা নমিতা তনচংগ্যা বাইনালা পাড়া উন্নয়ন কমিটির সভাপতি রাজ্যমনি তনচংগ্যা, সাপছড়ি মইন পাড়ার পাড়া উন্নয়ন কমিটির সভাপতি হৃদয় তংচংগ্যা প্রমুখ। কর্মশালায় ২০জন পাড়া উন্নয়ন কমিটির সদস্য অংশ গ্রহন করেন।

 

কর্মশালায় অংশ গ্রহনকারীরা লিঙ্গ সমতা, বাল্য বিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ছাড়াও পাড়া উন্নয়ন কমিটির গণতন্ত্র সঠিকভাবে অনুসরণ করে উন্নয়নের জন্য গুরুত্বারোপ করেন ।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত