রাঙামাটির উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Published: 17 Sep 2018   Monday   

রাঙামাটির প্রানীসম্পদ বিভাগের বিভিন্ন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তারা অন্য জেলায় বদলী হওয়ায় সোমবার তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।


জেলা প্রাণীসম্পদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণীসম্পদ বিভাগের আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।


অনুষ্ঠানে জেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মনোরঞ্জন ধর, জেলা পিগ ফার্ম এর এডি ডা. বরুন কুমার দত্ত ও বিদায়ী কর্মকর্তা সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ সুচয়ন চৌধুরী, প্লোট্রি ডেভেলপমেন্ট অফিসার কৃষিবিদ মোঃ জয়নাল আবেদীন, রাজস্থলী উপজেলার ভেটেরিনারি সার্জন ডাঃ সুকান্ত কুমার সেন’সহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাণীসম্পদ বিভাগের আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, কর্মক্ষেত্রে যোগদানের জন্য যাচ্ছেন আপনাদেরকে বিদায় দিচ্ছি কিন্তু মন থেকে নয়। তিনি বলেন, পাহাড়ে বসবাসরত পিয়িছেপড়া খামারীদের অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের দেওয়া পরামর্শ ও প্রশিক্ষণ যথাযথভাবে কাজে এসেছে। যার ফলে এখানকার মানুষ পরিবার ও সমাজে আমিষ ও পুষ্টির চাহিদা পূরন করে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে। এর জন্য রাঙামাটিবাসী আপনাদের কথা সবসময় স্মরণ রাখবে।
তিনি বলেন, পরবর্তিতে বড় কর্মকর্তা হয়ে পার্বত্যঞ্চলে কাজ করার সুযোগ হলে অবশ্যই আসবেন। আপনার কর্মক্ষেত্রে যেখানেই যাবেন পার্বত্যঅঞ্চলের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে সুনাম অক্ষুন্ন রাখার চেষ্ঠা করবেন।


পরে বিদায়ী প্রাণীসম্পদ বিভাগের বিভিন্ন উপজেলা প্রাণীসম্পদ ও অন্যান্য কর্মকর্তারদের ফুলেল শুভেচ্ছা, প্রীতি উপহার ও ক্রেষ্ট প্রদান করেন অতিথিরা।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রানী সম্পদ বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত