কাপ্তাইয়ে নির্পোটে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

Published: 16 Sep 2018   Sunday   

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের অধীন কাপ্তাই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে (নির্পোট)  রোববার থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যান সহকারী এবং কমিউনিটি হেলথ্ প্রোপাইডারদের প্রশিক্ষণ কর্মশালা।

 

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। নির্পোটের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিভাগের প্রভাষক ডা: মৌসুমি দে`র সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাঠ প্রশিক্ষক ঝর্না চাকমা। প্রশিক্ষণে রাংগামাটি, বান্দরবন এবং চট্রগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ২৫ জন স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যান সহকারী এবং কমিউনিটি হেলথ্ প্রোপাইডার অংশ নিয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত