পানছড়ি বাজারে ভয়াবহ আগুনে ২৫টি বসত ও দোকান পুড়ে ছাই

Published: 16 Sep 2018   Sunday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।এতে ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে গেছে। ঘটনার পরপরি ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।


জানা যায়, শনিবার রাত ৯ টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে আগুন তাৎক্ষনিক ছড়িয়ে পড়ে। তবে পানছড়িতে ফায়ার সার্ভিসের কোন স্টেশন না থাকায় তাৎক্ষনিক আগুন নেভানো সম্ভব হয়নি। খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিসের টিম যাওয়ার আগেই স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রনে নিয়ে আসে। আগুনে একটি মন্দির, বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষনিক দূর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমান জানা যানি।


পানছড়ি থানার ওসি উত্তম চন্দ্র দেব বলেন, পানছড়িতে ফায়ারসার্ভিসের একটি স্টেশন থাকলে আগুন দ্রুত নিয়ন্ত্রনে আনা সম্ভব হতো। এতে ক্ষয়ক্ষতির পরিমান কমে আসতো।


পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান হঠাৎ অগ্নিকান্ডে ২৫ টির মতো ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘর পুড়ে গেলে । ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি টাকার উপরে হতে পারে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত