রাঙামাটিতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টর উদ্বোধন

Published: 14 Sep 2018   Friday   

শুক্রবার রাঙামাটিতে  উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টর (অনুর্ব্ধ-১৭)  উদ্বোধন করা হয়েছে।

 

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চিংল্হামং মারী স্টেডিয়ামে খেলার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দীপংকর তালুকদার। এসময় রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার, জুরাছড়ি উপজেলা উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ  রাশেদ ইকবাল চৌধুরী,  নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাবেক জেলা প্রেস ক্লাব সভাপতি সুনীল কান্তি দে,  সাবেক জাতীয় ফুটবলার অরুন দেওয়ান, বরুন দেওয়ান উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী খেলায় জুরাছড়ি উপজেলা ১-০  গোলে নানিয়ারচর উপজেলাকে হারিয়ে  জয়লাভ করে।

 

প্রধান অতিথির বক্তব্যে  সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, বাংলাদেশ সর্ব ক্ষেত্রে এগোচ্ছে ক্রীড়া ক্ষেত্রেও এগোচ্ছে তাই এই এগোনাকে আরো বশি  তরান্বিতকরার জন্য এ সরকার বিভিন্ন টুর্নামেন্টের ব্যবস্থা করছে। জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ তারই একটি অংশ সুতরাং এ টুর্নামেন্টের মধ্য দিয়ে আমরা মেধা সম্পন্ন ভালো ফুটবলার পাবো। আগামীতে পার্বত্য চট্টগ্রাম থেকে  সাবেক ফুটবলার অরুন দেওয়ান, বরুন দেওয়ান, কিংশুক চাকমাদের মত মেধা সম্পন্ন ভালো ফুটবলার পাবো তাই সরকার এ উদ্যেগ গ্রহন করেছে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত