পানছড়িতে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ পূজা অনুষ্ঠিত

Published: 13 Sep 2018   Thursday   

বৃহস্পতিবার খাগড়াছড়ির পানছড়িতে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ পূজা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলার দেবালয় মন্দিরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিতি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা। পানছড়ি উপজেলা সনাতন ছাত্র-যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবুল সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল ও উপজেলা প্যানেল চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন। সভায় বক্তব্য  সতীশ চন্দ্র চাকমা, পার্থ ত্রিপুরা জুয়েল, লোকমান হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) উত্তম চন্দ্র দেব, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক বিজয় কুমার দেব প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন পানছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি বাহার মিয়া ও সম্পাদক জয়নাথ দেব,পানছড়ি দেবালয় মন্দিরের সভাপতি তপন কান্তি বৈদ্য, খাগড়াছড়ি জেলা ছাত্রীলীগের সভাপতি টিটো চাকমা উপজেলা সনাতন সমাজ কল্যণি পরিষদের সভাপতি বন কুমার দে প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাতন ছাত্র-যুব পরিষদের সহ-সভাপতি শিমূল সাহা।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বক্তব্যে পার্থ ত্রিপুরা জুয়েল বলেন, ধর্ম পালনের ফলে মন ও শরীর পবিত্র হয়। এতে হিংসা, মারামারি-হানা দূর হয় এবং সমাজের শৃংখলা বজায় থাকে আর সম্প্রীতির মনোভাব উৎপন্ন হয়। তাই তিনি সবাইকে নিজ নিজ ধর্ম পালনের অনুরোধ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত