খাগড়াছড়িতে নিরাপদ সড়কের জন্য নাগরিক কর্তব্য শীর্ষক আলোচনা সভা ও প্রশিক্ষন

Published: 11 Sep 2018   Tuesday   

খাগড়াছড়ি-চট্টগ্রাম এবং খাগড়াছড়ি-রামগড়-ঢাকা সড়কে ১৩৯টি বাঁক যানবাহন চলাচলের জন্য বিপদজনক ও ঝুকিপুর্ন। এসব বাঁক প্রশস্তকরণ, রাস্তার পাশের জোপ জঙ্গল পরিস্কার করার পাশাপাশি সড়ক সাইনগুলো দ্রুত স্থাপনের দাবী জানানো হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে খাগড়াছড়িতে নিরাপদ সড়কের জন্য নাগরিক কর্তব্য শীর্ষক আলোচনা সভা ও প্রশিক্ষনে এ দাবী জানানো হয়। 

 

জেলা প্রশাসক মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট  কাজী মো: চাহেল তস্তরী, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম, বিআরটিএ’র সহকারী পরিচালক প্রদীপ কুমার দেব, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেব, খাগড়াছড়ি মালিক গ্রুপের সহ-সাধারণ সম্পাদক হাজী খলিলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

সভায় জেলা প্রশাসক জানান, মানুষের জীবনহানি রোধ করতে হেলমেট ছাড়া মোটর সাইকেল চলতে দেয়া হবে না। এ জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পাশাপশি জনসচেতন করতে সভা, সমাবেশের মাধ্যমে উদ্ধুদ্ধকরণ করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত