কক্সবাজার থেকে নিখোঁজ ৪ কিশোরকে রাঙামাটি থেকে উদ্ধার

Published: 10 Sep 2018   Monday   

কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় থেকে নিখোঁজ হওয়া চার কিশোরকে রাঙামাটি শহরের রির্জাভ বাজারের একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে রাঙামাটি শহরের হোটেল রাজুর একটি কক্ষ থেকে চার কিশোরকে উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় থেকে নিখোঁজ হওয়া চার কিশোরকে সোমবার দুপুর দেড়টার দিকে  রাঙামাটি শহরের রির্জাভ বাজারের হোটেল রাজুর হোটেল থেকে উদ্ধার করেছে  পুলিশ। তাদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে। উদ্ধারকৃত চার কিশোর ছাত্র হলো কক্সবাজার-সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও উত্তর রুমালিয়ারছড়া এলাকার উপাধ্যক্ষ মাওলানা জহির আহমদের পুত্র সাইয়েদ নকীব, অষ্টম শ্রণির ছাত্র ও বাজারঘাটা এলাকার এডভোকেট আব্দুল আমিনের বড় ছেলে এইচ এ গালিব উদ্দিন, অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র ও বাসটার্মিনাল এলাকার আকতার কামাল চৌধুরীর ছেলে শাহরিয়ার কামাল সাকিব ও তার খালাতো ভাই অষ্টম শ্রেণির ছাত্র একই এলাকার ফয়েজুল ইসলামের ছেলে শাফিন নূর ইসলাম।

 

আবাসিক হোটেল রাজু’র ম্যানেজার জানিয়েছেন, উক্ত চার কিশোর রোববার রাতে তাদের হোটেলে আসে এবং দুদিনের ১২শ টাকা পরিশোধ করে ৪০২ নাম্বার রুমটি বুকিং নেয়। তিনি জানান, তারা চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিতে ঘুরতে এসেছে জানিয়ে দু’দিন অবস্থানের কথা রেজিষ্ট্রি খাতায় এন্ট্রি করে।

 

এদিকের উদ্ধার হওয়া চার কিশোর জানিয়েছে,তারা বিদ্যালয়ে যাবে জানিয়ে বাসা থেকে বের হয়। পূর্ব পরিকল্পনানুসারে রোববার বিকেলে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে রাঙ্গামাটিতে আসে সন্ধ্যায়। বাস স্টেশন এলাকায়ই অবস্থিত হোটেল রাজুতে তারা রুম নেয়। মূলতঃ তারা চার বন্ধু মিলে রাঙ্গামাটিতে ঘুরতে এসেছে, অন্যকেউ তাদের সাথে আসেনি বলেও জানিয়েছে তারা।

 

রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সত্যজিৎ বড়ুয়া জানান, থানা পুলিশের একটি দল ৪ ছাত্রকে হোটেলের ৪০২ নম্বর কক্ষ থেকে উদ্ধার করে। তারা সম্পূর্ণ সুস্থাবস্থায় রয়েছে। তাদের অভিভাবকদের খবর দেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত