বরকলে দশ টাকার মূল্যের চাউল নিম্নমানের অভিযোগ সুবিধাভোগীদের

Published: 10 Sep 2018   Monday   

দারিদ্র ও ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষেই স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে খাদ্য বান্ধব প্রকল্পের ৭৫ মেট্রিকটন চাউল  রাঙামাটির বরকল উপজেলা খাদ্য গুদামে সরবরাহ করা হয়েছে। সুবিধা ভোগীদের অভিযোগ সরবরাহকৃত অধিকাংশ চাউল পঁচা ও পোকায় আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে। এসব চাউল খাবার উপযোগী নয়।

 

উপজেলা খাদ্য বিভাগ জানায়, বরকল উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে বরকল সদর ইউনিয়নে ১৭৬,সুবলং ইউনিয়নে ৩৭৬ আইমাছড়া ইউনয়নে ২১৬ ভুষণছড়া ইউনিয়নে ৪১২ ও বড়হরিণা ইউনিয়নে ১১২ পরিবার সহ মোট ১২শ ৯৩ পরিবার দারিদ্র ও ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষেই স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে খাদ্য বান্ধব প্রকল্পের ১০ টাকার মুল্যের  ৩০ কেজি চাউলের সুবিধা পাবে। 

 

এদিকে সোমবার ৫ ইউনিয়নে ৫টি কেন্দ্রে থেকে এসব চাউল সুবিধাভোগীদের মাঝে বিতরণ করেছে ডিলাররা। দশ টাকার মূল্যে চাউল পাওয়া সুবিধাভোগীরা অভিযোগ করেছেন সরবরাহকৃত অধিকাংশ চাউল পঁচা ও পোকায় আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে। এসব চাউল খাবার উপযোগী নয়। তাই অনেকেই ডিলারের কাছে ও দোকানে এসব চাউল বিক্রি করেছেন।

 

খাদ্য বান্ধব প্রকল্পের ডিলার মোঃ তমীর আলী ও বিরোজয় চাকমা  আক্ষেপ করে বলেন- সরকারের চাউল পঁচা গলা হলেও আমাদের সেটা নিতে হয়। আমাদের অভিযোগ করা কিংবা কোন দাবী করলেও গুরুত্ব নেই খাদ্যে গুদাম কর্তৃপক্ষের কাছে। ফলে তারা আমাদের যা দেন তা নিয়ে সন্তুুষ্ট থাকতে হয়।

 

এ প্রকল্পের চাউল পরিবহনকারী ঠিকাদার মোঃ আলমগীর হোসেন জানান, জেলা সদরের খাদ্য গুদাম থেকে চাউল গুলো উপজেলা খাদ্য গুদামে সরবরাহ করা এটি তার কাজ। চাউলের গুনগত মান যাছাই করা তার কাজ নয়। প্রকল্পের চাউল গুলো ভালো কি মন্দ তিনি এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।

 

উপজেলা খাদ্য গুদামের ওসিএলএসডিও নিশান চাকমা বলেন,সরবরাহকৃত চাউল গুলোর মধ্যে কিছু ভালো কিছু মন্দ রয়েছে। তবে আমি সব চাউল দেখিনি।

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মন্টু মনি চাকমা বলেন,সরকার বিভিন্ন জায়গা থেকে চাউল ক্রয় করায় চাউল গুলো ভালো মন্দ হয়। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনিক জটিলতার কারনে ও এসব সমস্যা সৃষ্টি হয়। তার কিছুই করার নেই  বলে তিনি মন্তব্য করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত