মামলা প্রত্যাহার ও খুন অপহরণ চাঁদাবাজি বন্ধের দাবীতে ঢাকায় নানিয়ারচরবাসীর সংবাদ সম্মেলন

Published: 09 Sep 2018   Sunday   

রাঙামাটির নানিয়ারচরে খুন, অপহরণ, মুক্তিপণ ও চাঁদা আদায়ের প্রতিবাদে এবং নির্বাচিত জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রোববার ঢাকায় সংবাদ সম্মেলনকরেছে এলাকাবাসী।

 

নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান  কমেন্দু চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকরে নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান জ্যোতি লাল চাকমা। এসময় সাবেক্ষ্যং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ বিকাশ খীসা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কমেন্দু চাকমা, বড়পুলপাড়ার মুরুব্বী উদয় শংকর কার্বারী, সাপমারা গ্রামের মুরুব্বী সঞ্চয় চাকমা, জগনাতুলি গ্রামের মুরুব্বী মিন্টু চাকমা, নানিয়ারচর সদর ইউপি সদস্য বাবুল চাকমা ও সাবেক্ষ্যং ইউপি সদস্য জীবন আলো চাকমা।

 

সংবাদ সম্মেলন থেকে সন্ত্রাসীদের খুন, অপহরণ, চাঁদাবাজিসহ সকল অপকর্মবন্ধ করে এলাকার জনগণের জান-মালের নিরাপত্তা বিধান, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের বিরুদ্ধে দায়েকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৪ দফা দাবি জানানো হয়েছে। এছাড়া আগামী ১২ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান ও ১৪ সেপ্টেম্বর ঢাকায় প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

 

লিখিত বক্তব্যে অভিযোগ করে বলা হয়, গেল বছর ১৬নভেম্বর  থেকে তথাকথিত গণতান্ত্রিক ইউপিডিএফ নামধারী বহু মামলার ওয়ারেন্টভূক্ত ফেরারী আসামীসহ সশস্ত্র একদল সন্ত্রাসী একটি বিশেষ মহলের ছত্রছায়ায় রহস্যজনক পন্থায় নানিয়ারচরে দৃশ্যপটে আভির্ভূত হয়। সেই দিন থেকে আজ অবধি উক্ত সন্ত্রাসী গোষ্ঠী নির্বিচারে খুন, অপহরণ, মুক্তিপণ আদায়, বেপরোয়া চাঁদাবাজি ও বিভিন্ন অবর্ণনীয় সমাজ বিরোধী কার্যকলাপের কারণে পুরো নানিয়রচর এলাকা এক নৈরাজ্যকর ও আতঙ্কজনক জনপদে পরিণত হয়েছে। বর্তমানে এলাকার মানুষ অফিস, আদালত, হাট-বাজার থেকে শুরু করে কোথাও নিরাপদে ও নির্বিঘ্নে চলাফেরা করতে পারছেন না।

 

লিখিত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার খুন হওয়ার ঘটনায় চার ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি (চেয়ারম্যান-মেম্বার) ও সাধারণ জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করার ঘটনায় নিন্দা ও অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত