লামায় ইয়াবা বিক্রয়কালে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪

Published: 09 Sep 2018   Sunday   

লামায় একশত পিস ইয়াবাসহ লামা সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের এক সদস্যসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে লামা থানার পুলিশ।

 

শনিবার দিবাগত রাত ৩টারর সময় ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ার ইউপি সদস্য আব্দুল মালেক তার বাড়ি থেকে বিক্রয়কালে পুলিশ অভিযান চালিয়ে একশত পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করে।  রোববার পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে তাদের বিরোদ্ধে মামলা দায়ের করেছে।

 

গ্রেফতারকৃতরা হলেন, লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ার মৃত দানু মিয়ার ছেলে ইউপি সদস্য আব্দুল মালেক (৩৯), একই এলাকার মোহাস্মদ আলীর ছেলে নুরুল আক্তার রানা হামিদ (২৭), আব্দুল মতিনের ছেলে মো. আইয়ুব আলী (২১) ও লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে আহাম্মদ হোসেন ইরাক (২৪)।

 

লামা থানার উপ-পরিদর্শক(এসআই) কৃষ্ণ কুমার দাস  জানান,উপজেলার লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ায় মালেক মেম্বারের বাড়িতে তিন যুবক ইয়াবা ক্রয় করতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। পুলিশেরর উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালাতে চাইলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে একশত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

এদিকে লামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু কুমার সেন জানান, তার পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য আব্দুল মালেককে ইয়াবাসহ পুলিশ গ্রেপ্তাতার করেছে শুনেছেন। তবে সে দীর্ঘদিন যাবৎ এলাকায় ইয়াবা ক্রয়, বিক্রয় ও সেবনের সাথে জড়িত বলে তিনি দাবী করেন।

 

লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা  বলেন, গ্রেপ্তারকৃত ইউপি সদস্য আব্দুল মালেকসহ বাকি তিন জন মাদক ব্যবসায়ী ও সেবনকারী। তাদের বিরোদ্ধে লামা থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত