বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Published: 08 Sep 2018   Saturday   

‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বিলাইছড়ি উপজেলায় ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ পালিত হয়েছে।

 

উপজেলা কন্ফারেন্স কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন , উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবাল। এছাড়া উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফারুক উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যায়যায়দিন উপজেলা প্রতিনিধি পুষ্প মোহন চাকমা, অনলাইন নিউজ পোর্টাল, হিলবিডিটোয়েন্টিফোরডটকম এর প্রতিনিধি অসীম চাকমা, বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য ভদ্রসেন চাকমা, ৭নং ওয়ার্ড সদস্য অমৃতকান্ত তঞ্চঙ্গ্যা, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ড সদস্য হলধর চাকমা। দিবসটি উপলক্ষে উপজেলায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত