কাপ্তাইয়ে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

Published: 08 Sep 2018   Saturday   

আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শনিবার কাপ্তাইয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

"সাক্ষরতা অর্জন করি,দক্ষ হয়ে জীবন গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। এসময়  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ মো: নুর, সহকারী শিক্ষা কর্মকর্তা নিমি চাকমা সহ স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন। এর আগে একটি র‌্যালী উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত