বরকলে আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

Published: 07 Sep 2018   Friday   

বরকল উপজেলায় ৪৭তম আন্তঃ স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা বৃহষ্পতিবার সম্পন্ন হয়েছে।

 

উপজেলা মাঠে  প্রতিযোগিতার উদ্বোধন করেন বরকল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলতান আহম্মদ। এ সময় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা জুনোপহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশসুর চাকমা সাংবাদিক নিরত বরন চাকমা সহকারী শিক্ষক সুশান্ত চাকমা বরকল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মতিলাল চাকমা বিলছড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কাঞ্চন চাকমা সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

প্রতিযোগিতায় বরকল মডেল উচ্চ বিদ্যালয় বিলছড়া উচ্চ বিদ্যালয়,বরুণাছড়ি উচ্চ বিদ্যালয় সুবলং উচ্চ বিদ্যালয়,হাজাছড়া উচ্চ বিদ্যালয়, জুনোপহর উচ্চ বিদ্যালয় ও ঠেগা খুব্বাং নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করে।

 

অংশ গ্রহনকারী বিদ্যালয়ের মধ্যে ফুটবল,হ্যান্ডবল ও কাবাডি খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলায় বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন ঠেগা খুব্বাং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের  বালক দল রার্নাস আপ। মহিলা ফুটবল খেলায় বরুণাছড়ি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন আর বিলছড়া উচ্চ বিদ্যালয়ের বালিকা দল রার্নাস আপ। কাবাডি খেলায়- বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন আর বিলছড়া উচ্চ বিদ্যালয়ের বালিকা দল রার্নাস আপ। বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন আর সুবলং উচ্চ বিদ্যালয়ের বালক দল কাবাডি খেলায় রার্নাস আপ।

 

 হ্যান্ডবল খেলায়, বিলছড়া উচ্চ বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন আর সুবলং উচ্চ বিদ্যালয়ের বালক দল রার্নাস আপ। বিলছড়া উচ্চ বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন আর বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের বালিকা দল হ্যান্ডবল খেলায় রার্নাস আপ হওয়ার গৌরব অর্জন করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত