জুরাছড়িতে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Published: 04 Sep 2018   Tuesday   

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭)মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে।

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজউেপজেলা মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় চাকমা। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, যক্ষা বাজার ক্যাম্প অধিনায়ক ওয়ারেন্ড অফিসার, ভুবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি ময় চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলম।

 

টুর্নামেন্টে উপজেলার আটটি দল অংশ নিয়েছে। এর মধ্যে উপজেলায় সব চেয়ে শক্তিশালী জুরাছড়ি ইউনিয়নের কুসুমছড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব ও ভূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়।


উদ্বোধনের পর কুসুমছড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব বনাম ভূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে কুসুমছড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাবকে ০-১ গোলে পরাজিত করে ভূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়।


উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান, আটটি দল থেকে সব চেয়ে বেষ্ট খেলোয়ার বাছাই করে উপজেলা ফুটবল টিম গঠন করা হবে। এই টিম আগামী ১২ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে রাঙামাটিতে নানিয়াচরের সাথে খেলবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত