লামায় বিভিন্ন দোকানীদের কাছ থেকে সন্ত্রাসীদের চাঁদা আদায়, মারধর

Published: 04 Sep 2018   Tuesday   

লামা উপজেলার লামা সদর ইউনিয়নের মেরাখোলা ও ছোটবমু এলাকায়  একটি সন্ত্রাসী গ্রুপ দিনে দুপুরে হামলা চালিয়ে ১৩ টি দোকান থেকে চাঁদা আদায়সহ মালামাল লুট ও স্থানীয় এক ব্যক্তিকে মারধরের খবর পাওয়া গেছে।

 

মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর পর্ষন্ত সন্ত্রাসীরা দোকানীদের কাছ থেকে চাদা আদায় করে বলে লামা সদর ইউনিয়নের ছোট বমু, পোয়াং পাড়া ও মেরাখোলা এলাকার প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানান।

 

এদিকে সন্ত্রসীরা  চাঁদা আদায় ও হামলা করে ফিরে যাওয়ার সময় ইউনিয়নের নকশা ঝিরি নামক স্থানে আইন-শৃংখলা বাহিনীর সাথে সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়েছে বলে লামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু কুমার সেন এ ততথ্য নিশ্চিত করেন।

 

জানা যায়, সকাল এক দল সন্ত্রাসীরা ছোট বমুর শুক্কুর পাড়া ও পোয়াং পাড়ায় হামলা চালিয়ে ৯টি দোকান থেকে তিন হাজার টাকা করে চাঁদা আদায় করে। পরে সন্ত্রাসী গ্রুপটি মেরাখোলা বাজার মিলন পাল নামে এক ব্যাক্তির চাঁদার পরিমান কম হওয়ায় তাকে মারধর করে। এসময় সন্ত্রাসীরা তিন ব্যক্তি থেকে এক লাখ ৭০ হাজার টাকা চাঁদা নেয়। এছাড়া মোঃ কুয়েশ নামের এক দোকানদার থেকে মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

 

লামা সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন  জানান, দিনে দুপুরে সন্ত্রাসীদের হামলার বিষয়টি দুঃখজনক। চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন লামা সদর ইউনিয়নের লোকজন। 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহার জানান, এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল হলে সন্ত্রসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত