মাইসছড়ি চাইল্ড কেয়ার স্কুলে সেনাবাহিনীর বিজ্ঞান সামগ্রী বিতরণ

Published: 04 Sep 2018   Tuesday   

মঙ্গলবার খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি চাইল্ড কেয়ার স্কুলে সেনাবাহিনীর পক্ষ থেকে বিজ্ঞান সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান সামগ্রি বিতরণ করেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ। মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক নির্মল কান্তি চাকমা ও পরিচালনা কমিটির সদস্য মো: জাহাঙ্গীর আলম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাইসছড়ি চাইল্ড কেয়ার স্কুলের সহকারী শিক্ষক  মো: ওয়াহিদ উল্লাহ। আলোচনা শেষে প্রধান অতিথি রচনা ও  চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন, দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।  এর আগে  প্রধান অতিথি চাইল্ড কেয়ার মডেল স্কুলের পরিচালনা কমিটির হাতে বিজ্ঞান সামগ্রী তুলে দেন।

 

প্রধান অতিথির বক্তব্যে  মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ বলেন, সকলকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। সবার মাঝে দেশ প্রেম থাকতে হবে।

 

 তিনি আরো বলেন, সেনাবাহিনী শিক্ষার মানোন্নয়নসহ  যেকোন উন্নয়ন মূলক কাজে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যত প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের প্রতি আহবান জানান তিনি।

 

প্রধান শিক্ষক নির্মল কান্তি চাকমা বলেন, শিক্ষা ব্যতীত কোন জাতি উন্নতি করতে পারে না। ভবিষ্যত প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এরই ধারাবাহিকতা বজায় রেখে শত প্রতিকুলতার মধ্যেও চাইল্ড কেয়ার মডেল স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকেই সুনামের সাথে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে।  তিনি বিজ্ঞান সামগ্রী বিতরন করায় মহালছড়ি জোন অধিনায়কের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত