রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার তফসিল ঘোষণা

Published: 04 Sep 2018   Tuesday   

রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনী তফসিল  ঘোষণা করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন কমিশনার হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম এই নির্বাচনী তফসিল ঘোষণা দেন।

 

নির্বাচন কমিশনার সূত্রে জানায়,৫সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৬ সেপ্টেম্বর খসড়া তালিকার উপর আপত্তির শুনানী অনুষ্ঠিত হবে। ১০ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রক (সকাল৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত)। ১২ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল(সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত)ও ১৩ সেপ্টেম্বর সকাল ১১টায় মনোনয়নপত্র বাছাই করা হবে। ১৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় প্রতীক বরাদ্দ ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ এবং ১৭সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৮সেপ্টেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং আগামী ২৯সেপ্টেম্বর সকাল ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। জানাগেছে ৬টি পদে ২৩ প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্ব›িদ্ধতা করবেন। এর মধ্যে সংরক্ষিত আসন রয়েছে ৪টি।

 

নির্বাচন কমিশনার ও জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম জানান, জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নিদের্শনা অনুসরণ করে ও উপযুক্ত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন অনিয়ম দূর্নীতি প্রমানিত হলে সাথে সাথে ব্যবস্থা গ্রহন করা হবে। যতটুকু সম্ভব একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চেষ্টা করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত