লামায় তিন ইটভাটার ৭ মালিকের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা

Published: 02 Sep 2018   Sunday   

বান্দরবানেরর লামা উপজেলার ফাইতং ইউনিয়নের পাগলীর পাড়া এলাকায় অবৈধ ইটভাটা ও রাস্তা নির্মানের লক্ষ্যে ১৪ একর জায়গার পাহাড় কেটে সমতল করার অপরাধে তিন ইটভাটার সাত জন মালিকের বিরুদ্ধে পরিবেশ আইনে শনিবার রাতে লামা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জাহানারা ইয়াসমিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

 

পাহাড় কাটার দায়ে অভিযোগে দায়েরকৃদ ইটভাটার সাত জন মালিক হলেন এটিএম ইসমাইল সিকদার(৬৫)পিতা- মৃত ঠান্ডা মিয়া সিকদার, শহীদুল ইসলাম সিকদার(৩৭) পিতা- এটিএম ইসমাইল সিকদার সর্বসাং- বড় নুনারবিল পাড়া, ৭নং ওয়ার্ড লামা পৌরসভা, গিয়াস উদ্দিন(৪৬)পিতা- কামাল উদ্দিন সাং- জনতা মার্কেট চকরিয়া কক্সবাজার, মৌলভী জামাল হোসেন(৫০) পিতা- দেলোয়ার হোসেন সাং- দেমুশিয়া চকরিয়া, মোঃ নবাব মিয়া সিকদার(৩২) পিতা- জয়নাল আবেদিন সাং উত্তর মানিক পুর চকরিয়া, মাষ্টার মোঃ খায়রুদ্দিন(৫০) পিতা- মৃত মাষ্টার আবুল কাসেম, ইয়াসির আরাফাত(২৬) পিতা এনামুল হক সাং পাগলীর পাড়া ফাইতং লামা বান্দরবান।

 

মামলার অভিযোগে জানা যায়, লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা এটিএম ইসমাইল সিকদারের নেতৃত্বে এজাহারে বর্নিত আসামীগন সরকারী খাস খতিয়ানের ও  মালিকানাধিন ব্যক্তির প্রায় একশত একর জায়গার মধ্যে পঞ্চাশ একর জায়গা  জবর দখলে নেন। এর মধ্যে তিনি ১৪ একর জায়গার পাহাড় কেটে সমতল করে  ইটভাটা নির্মান করছেন  মর্মে  উপজেলার ফাইতং ইউনিয়নের পাগলীর পাড়ার বাসিন্দা সৈয়দ মনিরুল ইসলাম, পিতা- মৃত সৈয়দ মোজাহের আহমদ  গেল ২৮ মে বান্দরবান জেলা প্রশাসক ও ২৬ আগষ্ট দুদক বরাবরে আবেদন করেন।  এ আবেদনের প্রেক্ষিতে দুদক ও বান্দরবান জেলা প্রশাসনের যৌথ মৌখিক নির্দেশে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় লামা উপজেলা প্রশাসনের সহায়তা নিয়ে ঘটনাস্থলে গিয়ে গেল ২৯ ও ৩০ আগষ্ট অভিযান পরিচালনা করে সত্যতা পায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

 

গেল ২৯ ও ৩০আগষ্ট  ফাইতং ইউনিয়নের পাগলীরপাড়া এলাকায় লামা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূর এ জান্নাত রুমির উপস্থিতিতে  পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের  কর্মকর্তাদের অভিযানে নতুন ৩টি ইটভাটাকে ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা জরিমানা করে এবং দ্বিতীয় দিন অভিযান চালিয়ে পাহাড় কাটার ৩টি স্কাভেটর, ১ লক্ষ ইট, ইট তৈরীর দুটি টবসহ ডিজেল ভর্তি ৯ড্রাম তেলসহ কোদাল জব্দ করা হয়।

 

লামা থানার অফিসার ইনচার্য অপ্পেলা রাজু নাহাজানান, পরিবেশ আইনে উপজেলার ফাইতংয়ের পাগলীর পাড়ায় পাহাড় কাটা ও ইটভাটা নির্মানের অভিযোগে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের পরিদর্শক জাহানারা ইয়াসমিন বাদী হয়ে তিন ইটভাটার সাত মালিকের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত