রাঙামাটিতে ডাকাতি করতে গিয়ে এক ডাকাত নিহত, আহত ১

Published: 30 Aug 2018   Thursday   

বুধবার রাতে রাঙামাটির সদর উপজেলা সাপছড়ি ইউনিয়নের ফুরমোন এলাকার জল কুমার কার্বারী পাড়ায় ডাকাতি করতে গিয়ে এক ডাকাতের মৃত্যু হয়েছে। এসময় ডাকাতদের আক্রমণে এলাকার কারবারী(গ্রাম প্রধান) জল কুমার কারবারী আহত হয়েছেন।


পুলিশ ও স্থানীয়রা জানায়,বুধবার রাত ১১টার দিকে রাঙামাটির সদর উপজেলা সাপছড়ি ইউনিয়নের ফুরমোন এলাকার জল কুমার কার্বারী পাড়ায় জল কুমার কার্বারীর বাড়িতে ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল টাকা,স্বর্নলংকারসহ মালামাল লুট করতে যায়। এসময় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতরা জল কুমার কার্বারী ও তাঁর ছেলে ত্রিপন চাকমাকে বেঁধে ফেলে টাকা ও স্বর্নলংকার দেয়ার দাবি করে। এতে ডাকাতরা কিছু স্বর্ণ লংকার ও টাকা পেলেও বাকীগুলো মালামাল দিতে দাবী জানায়। পরে জল কুমার কার্বারী ডাকাতদের জানায় তাকে বাধা অবস্থায় কিভাবে টাকা ও স্বর্ণ লংকার দেবে। পরে ডাকাতরা তার বাধন খুলে দেয়ার পর ১ লাখ ৯৫ হাজার টাকা ও তিন থেকে চার ভরি স্বর্ণ ডাকাতদের হাতে তুলে দেন। এতে ডাকাতরা আরো স্বর্ন লংকার ও টাকা পয়সা দেয়ার দাবী জানালে এক পর্যায়ে বাড়িতে থাকা একটি দা দিয়ে ডাকাতদের এলোপাতাড়ি কোপাতে থাকেন। দা কোপের ভয়ে ডাকাতের দল পালিয়ে যায়। এসময় ডাকাতদের আক্রমণে জল কুমার কার্বারী মাথায় ও হাতে ছুরিকাঘাত হন। পরে স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় জল কুমার কারবারীকে উদ্ধার করে রাঙামাটি জেনারেরল হাসপাতালে পাঠিয়ে দেয়।


এদিকে গতকাল বৃহস্পতিবার ভোর হওয়ার পর এলাকার লোকজন জল কুমার কারবারীর বাড়ীর আশপাশে রক্তের দাগ দেখতে পায়। এক পর্যায়ে জল কুমার কারবারী বাড়ী থেকে ৪শ গজ দূরে দেখতে পায় এক ডাকাতের মৃতদেহ পড়ে রয়েছে। পরে স্থানীয়রা পুলিশ খবর দিলে পুলিশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে নিহত ডাকাতের পরিচয় জানা যায়নি।


আহত জল কুমার কার্বারী জানান, ডাকাত দলের হাতে দেশীয় তৈরী বন্দুক ছিল। ডাকাতদের টাকা ও স্বর্ণ লংকার দেয়ার পরও আরো দাবি করে এবং না দিলে মেরে ফেলার হুমকি দেয়। এক পর্যায়ে তার হাতের কাছে যা ছিল তা দিয়ে প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরাও আক্রমণ করলে তিনি মাথায় ও হাতে আঘাত পান। পরে তার প্রতিরোধের কারণে ডাকাতরা পালিয়ে যায়।


রাঙামাটি কতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) লিমন বোস জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত যুবকের ডান হাতে তিনটি কোপে চিহৃ রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত