বরকলে দুটি ট্রলার বোটের মুখোমুখি সংঘর্ষে আহত ৮

Published: 28 Aug 2018   Tuesday   

মঙ্গলবার সুবলং ইউনিয়নের পুরোমুখ নামক এলাকায় বরকল থেকে রাঙামাটিগামী একটি কাঠ বোঝাই ট্রলার বোটের বিপরীত দিকে আসা যাত্রীবাহী ট্রলার বোটের মুখোমুখি সংঘর্ষে ৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে সূচনা চাকমাকে মুমুর্ষ অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতদের বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে সুবলং ইউনিয়নের পুরোমুখ নামক এলাকায় বরকল থেকে রাঙামাটি উদ্দেশ্য একটি কাঠ বোঝাই ট্রলার বোটের সাথে রাঙামাটি থেকে বরকলে আসা একটি যাত্রীবাহী ট্রলার বোটের মুখোমুখি সংঘর্ঘের ঘটনা ঘটে। এতে ভূষণছড়া ইউনিয়নের বগাছড়ি গ্রামের অরুন কান্তি চাকমার স্ত্রী সূচনা চাকমা (৪৫) একই গ্রামের কালাধন চাকমার স্ত্রী বাসন্তী চাকমা (২৮), উষাবরণ চাকমার মেয়ে রিমঝিম চাকমা (০৪), রূপায়ন চাকমার স্ত্রী সূচিতা চাকমা (৩৫), মধুচন্দ্র চাকমার ছেলে কালাধন চাকমা (৪২), বরকল সদর নলবুনিয়া গ্রামের মৃত: নোয়াসেন চাকমার স্ত্রী সুর্য্যমুখী চাকমা (৫৫), আইমাছড়া ইউনিয়নের সম্মুনিপাড়া গ্রামের মৃত: বিজয় চাকমার স্ত্রী সুন্দরী চাকমা (৫৫), জুড়াছড়ি উপজেলার বাসিন্দা পাথরমনি চাকমার পুত্র শুভপিত্তি চাকমা (২)। আহতদের মধ্যে সূচনা চাকমাকে মুমুর্ষ অবস্থায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতদের বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। আহত সূর্য্যমূখী চাকমার অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরকল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে বলে স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স লক্ষীভট্টাচার্য্য জানিয়েছেন।


দূর্ঘটনায় আহতদের আত্বীয় কালাধন চাকমা ও উষাবরণ চাকমা জানান, সংঘর্ষে দুটি বোট ভেঙে গিয়ে পানিতে ডুবে যায়। এতে অনেক যাত্রী আহত হয়। অনেকেই কোনমতেই সাতাঁর কেটে কূলে উঠতে সক্ষম হলেও ট্রলার বোটটি ডুবে যাওয়ায় বিভিন্ন মালামাল, মোবাইল ফোন ও নগদ টাকা পানিতে হারিয়ে যায়।


বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান জানান, দূর্ঘটনার বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে আহতদের পক্ষ থেকে মৌখিক কিংবা লিখিত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত