দেশের তরুণ প্রজম্ম একুশে আগস্টের খুনীদের বিচার প্রত্যাশা করে

Published: 21 Aug 2018   Tuesday   

খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য জুয়েল ত্রিপুরা বলেছেন, বাংলাদেশের তরুণ প্রজম্ম যুদ্ধাপরাধ, পঁচাত্তরের ১৫ আগস্ট এবং ২১ আগস্টসহ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সকল অপরাধের বিচার প্রত্যাশা করে।

 

একুশে আগস্টের শহিদদের স্মরণে খাগড়াছড়িতে ছাত্রলীগের উদ্যোগে প্রতীকি শহিদ বেদীতে পুস্পার্ঘ্য প্রদান ও দায়ীদের শাস্তি দাবিতে প্রতিবাদ সভা করা হয়েছে।


মঙ্গলবার দুপুরে জেলা শহরের কদমতলীস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় জেলা পরিষদ সদস্য জুয়েল ত্রিপুরা এবং জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা বক্তব্য রাখেন।


স্মরণ সভায় জুয়েল ত্রিপুরা আরো বলেন, দেশের স্বাধীনতা বিরোধীদের সাথে মিলে জিয়াউর রহমান স্ব-পরিবারে জাতির পিতা, তাঁর আত্মীয়-স্বজন এবং জাতীয় চার নেতাকে হত্যাকারীদের পুরস্কৃত করেছেন। আর তাঁর স্ত্রী চিহ্নিত যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়ে জাতীয় পতাকা উপহার দিয়েছেন। সেই খালেদার আস্কারাতেই জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করে এই দেশকে পাকিস্তান বানানোর অসভ্য চেষ্টা করেছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত