খাগড়াছড়িতে তিন সংগঠনের ডাকে আধাবেলা সড়ক অবরোধ পালিত

Published: 20 Aug 2018   Monday   

পিসিপি-যুব ফোরামের তিন নেতাসহ ৭জনকে ব্রাশ ফায়ারে হত্যার প্রতিবাদে  সোমবার খাগড়াছড়িতে শান্তিপূর্ন  আধা বেলা সড়ক অবরোধ শান্তিপূর্নভাবে পালিত হয়েছে।

 

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ) ও হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)  এ অবরোধের ডাক দেয়।

 

পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সকাল থেকে দুপুর পর্ষন্ত সড়ক অবরোধ  চলাকালে পিকেটাররা জেলার বিভিন্নস্থানে সড়কে টায়ার জ¦ালিয়ে পিকেটিং করে। অবরোধ চলাকালে দূরপাল্লার কোন যান চলাচল করেনি। উপজেলাগুলোর অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ ছিল।

 

প্রেস বার্তায় সংস্কারবাদী জেএসএস ও নব্য মুখোশবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এলাকায় এলাকায় গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি  অবিলম্বে স্বনির্ভরে ৬ জনকে হত্যা ও পেরাছড়ায় জনতার মিছিলে সশস্ত্র হামলা চালিয়ে এক বৃদ্ধকে হত্যার ঘটনায় সুষ্ঠু নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তপূর্বক ঘটনায় জড়িত সংস্কারবাদী জেএসএস ও নব্য মুখোশ বাহিনী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় প্রেস বার্তায়।

 

উল্লেখ্য, গেল শনিবার সকাল খাগড়াছড়ি শহরের স্বনির্ভর বাজারে একদল দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে পিসিিিপ’র খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমাসহ ৬ জন হিনত হন। এছাড়া একই দিনে পেরাছড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় সন কুমার চাকমাসহ ৪জন আহত হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত