খাগড়াছড়িতে ৭ জন নিহতের ঘটনায় সন্ত্রাসী ও অপরাধীদের ধরতে যৌথবাহিনীর অভিযান শুরু

Published: 19 Aug 2018   Sunday   

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের হামলায় ৭ জন নিহতের ঘটনার উদ্ভুত পরিস্থিতি উত্তোরণে প্রশাসন কাজ শুরু করেছে। স্বনির্ভর বাজার ও আশপাশ এলাকায় ও বিভিন্ন স্পর্শকাতর স্থানসমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা বিভিন্ন এলাকায় আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

 

এদিকে নিহত ৭ জনের মধ্যে রোববার দুপুরে ৪জনের লাশের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

 

এদিকে অবৈধ অস্ত্র উদ্বার ও অপরাধীদের ধরতে যৌথবাহিনীর চিরুণী অভিযান শুরু হয়েছে। বিকাল সোয়া ৩টার দিকে জেলা সদরের ১নং যৌথখামার এলাকায় যৌথবাহিনীর একটি অভিযান পরিচালনা করা হয়। সন্দেহজনক হলেই তল্লাসি চালানো হচ্ছে।

 

এদিকে শনিবারের সন্ত্রাসী হামলার ঘটনায় জেলা প্রশাসনের গঠিত ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি কগঠন করা হয়েছে। এতে এডিএম মো: আবু ইউছুপকে আহবায়ক করে গঠিত কমিটি আগামী ১ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

 

এদিকে  নিহত  ৭ জনের মরদেহ রোববার আত্বীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার দুপুরে ৪জনের লাশের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনার একদিন পরও মামলা হয়নি ওই ঘটনায়। ঘটনার পর থেকেই স্বনির্ভর বাজারে দোকানপাট বন্ধ রয়েছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। আতংকিত লোকজন কথা বলতেও সাহস করছেন না। কবে নাগাদ ব্যবসা প্রতিষ্ঠান খুলতে তাও কেউ বলতে পারছেন না।

 

খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহমদ খান জানান, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এই অভিযান চলছে। আপাতত: আগামী এক সপ্তাহ ধরে চলবে অভিযান।

 

উল্লেখ্য, শনিবার সকালে স্বনির্ভর বাজারে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে ৬জন এবং দুপুরে পেরাছড়া এলাকায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আরো ১জন নিহত হয়।  এ ঘটনায় ইউপিডিএফ প্রতিপক্ষ এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতি ও গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছে। তবে দুটি সংগঠনের পক্ষ জড়িত ব্যাপারে অস্বীকার করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত