লামায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশুসহ আহত ৩

Published: 18 Aug 2018   Saturday   

লামায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাশের বাড়ির লোকের হামলায় শিশু ও নারীসহ ৩জন গুরুতর জখম হয়েছে। শনিবার  সকাল সাড়ে ৯টার সময় লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড শামুক ঝিরিতে এই ঘটনা ঘটেছে। রক্তাক্ত অবস্থায় আহত তিনজনকে আশপাশের লোকজন উদ্ধার করে লামা হাসপাতালে ভর্তি করায়। 

 

আহতরা হলেন,  জোহরা বেগম (৩৩) স্বামী- মো. মোশারফ হোসেন,  মোঃ হোসাইন(৮) পিতা- আবু কালাম ও আছমা বেগম (৩৫) স্বামী- আবু কালাম। তাদের প্রত্যেকের বাড়ি উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ৩নং ওয়াংডরে শামুক ঝিরি এলাকায়।

 

আহত জোহরা বেগম জানান, ঘরের পালিত একটি চিনার হাঁস শুক্রবার সন্ধ্যায় বাড়ী না আসায় রাতে খুঁজা খুজি করে। পরের দিন শনিবার তার বাড়ি থেকে একটু দূরে বশারের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী বকুলির কাছে হাঁসটি তাদরে সেখানে গেছে কিনা। এ কথা জিজ্ঞাসের পর বশারের স্ত্রী খারাপ ভাষায় গাল মন্দ করতে থাকে। এর মাঝে বশার ও তার মোঃ ইয়াছিন ঘর থেকে বাহির হয়ে তাকে লাঠি দিয়ে মারে এবং মাথায় কুপ দেয়। তখন তার চিৎকার শুনে তার বড় বোন আছমা আক্তার গিয়ে তাকে উদ্ধার করতে চাইলে তাকেও মাররধর করে কুপায়। তারা দু`জনের চিৎকারে তার বোনের ৮ বছরের ছেলে মোঃ হোসাইন তাকে জড়িয়ে ধরলে তাকেও দা কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লামা হাসপাতালে ভর্তি করে। তার  স্বামী লামা বাজারে ছিল ও তার বোনের স্বামী আবু কালাম কক্সবাজারে থাকে। তাদের সাথে পূর্বে থেকে তাদের ভূমি নিয়ে বিরোধ ছিল বলেও জোহরা বেগম জানান। 

 

এদিকে লামা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত  অফিসার ডা, মো. কাউছার জানান, তিন জনের প্রত্যেকের শরীরের অনেক গুলো দায়ের কুপ ও লাঠির আঘাতরে চিহ্ন রয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

 

হামলার অভিযোগের বিষয়ে আবুল বশারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

এ বিষয়ে এলাকার স্থানীয় ইউপি মেম্বার সুধাংশু বড়ুয়া বলেন, জোহরা ও তার বোন আছমা এবং তার ছেলেকে মারধর ও পুপানোর পর  আবুল বশাররা পালিয়ে গেছে।

 

লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘঠিত ঘটনার আহতদের পুলিশ লামা হাসপাতালে গিয়ে দেখে এসেছে। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত