বরকলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

Published: 15 Aug 2018   Wednesday   

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

 

দিবসটির শুরুতে জাতীয় পতাকা অর্ধনিমিতভাবে উত্তোলন,শোক র‌্যালী,কবিতা আবৃত্তি রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যুব ঋণ বিতরন সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। 

 

উপজেলা খেলার মাঠ থেকে শোক র‌্যালীটি শুরু করে বাজার এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে র‌্যালীটি শেষ হয়।

 

পরে জাতির পিতার জীবন ও কীর্তি নিয়ে আলোচনা সভা উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে  আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন,প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্রীমতি মনি চাকমা। আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দীপক কর্মকার।

 

শোক সভায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবন ও কীর্তি নিয়ে বক্তব্য রাখেন বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা উপজেলা পরিষদ চেয়ারম্যান মণি চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন প্রমুখ। 

 

এ সময় বরকল মডেল থানার ওসি মফজল আহম্মদ খান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পলিরানী ঘোষ  উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মুক্তা চাকমা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত