তিন দিনের টিউবওয়েল বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

Published: 14 Aug 2018   Tuesday   

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় তিন দিন ব্যাপী রিংওয়েল ও টিউবওয়েল বিষয়ক প্রশিক্ষণ মঙ্গলবার সমাপ্ত হয়েছে।


স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) সহায়তায় এবং বিলাইছড়ি উপজেলা পরিষদের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা। ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল, ১নং বিলাইছড়ি ইউপির চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা রুপম চাকমা। স্বাগত বক্তব্য রাখেন, জাইকার উপজেলা ডেভেল্বমেন্ট ফ্যাসিলিটেটর খোকন বিকাশ ত্রিপুরা।


অনুষ্ঠানে বক্তারা বলেন, ভবিষ্যতে আরও এ রকম প্রশিক্ষণের আয়োজন করা হলে প্রশিক্ষণের পাশাপাশি প্রেকটিকেলী কাজ করার সুবিধার্থে প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদানের আশ্বাস দেন। বক্তারা আরো বলেন, শুধু প্রশিক্ষণ গ্রহণ করে বসে থাকলে চলবে না নিজ এলাকায় টিউবওয়েল নষ্ট হলে প্রশিক্ষণে প্রাপ্ত দিকনির্দেশনাগুলো কাজে লাগাতে হবে। আর বেশি সমস্যা হলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সাহায্য নিতে হবে। কারণ এই প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্য হলো পুরো উপজেলায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা।


উল্লেখ্য, বিলাইছড়ি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্বাবধানে গেল ১২ আগষ্ট থেকে ১নং বিলাইছড়ি ইউপি ভবনে এই তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত