গ্রীনহীলের জেন্ডার সমতা উপর প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

Published: 12 Aug 2018   Sunday   

রাঙামাটিতে বেসরকারী উন্নয়ন সংস্থার উদ্যোগে চার দিন ব্যাপী হেডম্যান, কার্বারী, ও যুব নেতাদে নিয়ে জেন্ডারসমতা এবং জেন্ডারবান্ধব বিচার পদ্ধতি ও রির্পোটিং প্রশিক্ষণ কর্মশালা রোববার সমাপ্ত হয়েছে।


চার দিন ব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন নারী নেত্রী, নারী ও মানবাধিকার কর্মী, জেন্ডার এক্রপার্ট ও হিমাওয়ান্তির নির্বাহী পরিচালক টুকু তালুকদার ও নারী নেত্রী ও মানবাধিকার কর্মী রাঙাবী তঞ্চঙ্গ্যা।


প্রশিক্ষণ শেষে অংশগ্রহকারীরা বলেন,এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করে অনেক বিষয় শিখতে পেরেছি। বিশেষ করে আইনি বিষয় জানতে পেরেছি, গ্রাম পর্যায়ে সালিশ-বিচার, বিচারের পদ্ধতি বা প্রয়োজনীয় বিষয়গুলো শিখেছি। তাছাড়া, পুরুষদের পাশাপাশি নারীদের অংশ গ্রহনের প্রয়োজনীয়তা গুরুত্বপুর্ণ উপলদ্ধি করছি। সম্মিলিত উদ্যেগ বা সংশ্লিষ্ট সকল পর্যায় ষ্টেকহোল্ডারগণ অংশ গ্রহণ নিশ্চিত করা হলেই তবে সমাজে নারী প্রতি সহিংসতার ঘটনাগুলো সুষ্ঠ, ন্যায্য বিচার পাওয়া যাবে।


রাঙামাটি সদর উপজেলা ও কাউখালী উপজেলার ২ উপজেলার অধীনে ৬টি মৌজা তথা, ১০৯ নং সাপছড়ি, ৯৯ নং ঘাগড়া, ১০৪ নং ঝগড়াবিল, ১১১নং কুতুকছড়ি, ১০৩নং বাকছড়ি ও ১১০ নং শুকুরছড়ি মৌজা,ইত্যাদি মোট ৫০ জন হেডম্যান-কর্বারী ওযুব নেতা অংশ গ্রহণ করেন,তাদের মধ্যে মোট ৮ জন নারী কার্বারী অংশ নেন।


উল্লেখ্য, প্রশিক্ষণে জেন্ডার ও নারী অধিকার, ঐতিবাহী শাসন ব্যবস্থা: পার্বত্য চট্টগ্রাম শাসন বিধিমালা, কার্যকর শালিশ কি? কার্যকর সালিশে নারী অংশগ্রহণ প্রয়োজনীয়তা ও কার্যকর বা আদর্শ সালিশের রিপোর্টিং,ডকুমেন্টেশন প্রক্রিয়া ইত্যাদি বিষয়ের উপর প্রশিক্ষণ আয়োজন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত