রাঙামাটিতে গ্রীনহিলের জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Published: 09 Aug 2018   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটিতে হেডম্যান, কার্বারী, ও যুব নেতাদে নিয়ে জেন্ডার সমতা এবং জেন্ডার বান্ধব বিচার পদ্ধতি ও রির্পোটিং-এর উপর  প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। 

 

সাউথ এশিয়া উইমেন্স ফান্ড এর অর্থায়নে গ্রীনহিলের সার্বিক সহযোগিতায় সংস্থাটির সন্মেলন কক্ষে প্রশিক্ষণ পরিচালনা করেন হিমাওয়ান্তির চেয়ারপার্সন টুকু তালুকদার ও  মানবাধিকার কর্মী রাঙাবী তঞ্চঙ্গ্যা।

 

প্রশিক্ষণে জেন্ডার ও নারী অধিকার, ঐতিবাহী শাসনব্যবস্থা, পার্বত্য চট্টগ্রাম শাসন বিধিমালা, কার্যকর শালিশ কি? কার্যকর সালিশে নারী অংশগ্রহণ প্রয়োজনীয়তা ও কার্যকর বা আদর্শ সালিশের রিপোর্টিং/ডকুমেন্টেশন প্রক্রিয়া ইত্যাদি, বিষয়ের উপর আলোচনা করা হবে। প্রশিক্ষণে ৫০ জন হেডম্যান-কর্বারী ও যুব নেতারা অংশ নেন।

 

প্রশিক্ষনের অংশ গ্রহনকারীরা জানান, এর আগে এ ধরনের প্রশিক্ষণে অংশ নেননি। তাই এ প্রশিক্ষণ তাদের অনেক কাজে আসবে। বিশেষ করে গ্রামের সালিশের বিচার ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হলেই নারী প্রতিসহিংসতায় কিছুটা হলেও কমবে বলে তাদের বিশ্বাস।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত