আদিবাসী স্বীকৃতি দাবি সংক্রান্ত অপপ্রচার বন্ধের দাবিতে রাঙামাটিতে পিবিসিপি’র সমাবেশ

Published: 08 Aug 2018   Wednesday   

আদিবাসী দিবস পালনের নামে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ও আদিবাসী স্বীকৃতি দাবি সংক্রান্ত অপপ্রচার বন্ধের দাবিতে বুধবার রাঙামাটিতে মানববন্ধন ও সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ (পিবিসিপি)।


পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ রাঙামাটির শাখার সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান হাবিবের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, জেলা প্রশাসকের র্কাযালয় চত্বরে সামনে মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: এনায়েত হোসেন। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সংগ্রাম পরিষদের যুগ্ন আহ্বায়ক মোঃ কাজী জালোয়া, জেলা শ্রমিক পরিষদের সভাপতি মোঃ রাসেল ইসলাম সাগর, যুব ফ্রন্টের জেলা সভাপতি আবদুল মান্নান, বৃহত্তর বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো: মাঈন উদ্দীন, সাধারন সম্পাদক মোঃ এস এম মাসুদ রানা, যুগ্ন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, খাগড়াছড়ি কলেজ শাখার সভাপতি মোঃ ইব্রাহিম, সাবেক সভাপতি মো: ইউনুছ।

 

সমাবেশে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ- গোষ্ঠীদের আদিবাসী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী পার্বত্য চট্টগ্রামকে পৃথক রাষ্ট্রে পরিণত করার সুদূর প্রসারী ষড়যন্ত্র। আইএলও কনভেনশন-১৬৯ আর্টিক্যাল এবং আদিবাসী বিষয়ক জাতিসংঘ ঘোষনাপত্র-২০০৭ এর আলোকে দেশের স্বর্বভৌমত্বের বিরুদ্ধে আদিবাসী শব্দটির গুরুতর নেতিবাচক তাৎপর্য রয়েছে। উপজাতীয়রা আদিবাসী হিসেবে স্বীকৃতি পেলে বাংলাদেশী স্বর্বভৌমত্বের উপর ক্ষতিকার প্রভাব পড়বে। পূর্ব তিমুর, দক্ষিন সুদান ও জিবুতির ন্যায় পর্বত্য চট্টগ্রাম ও আলাদারাষ্ট্রে পরিণত হবে।


বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের ভুমির উপর বাংলাদেশ সরকারের কোন এখতিয়ার থাকবে না। অদিবাসীদের অনুমতি ব্যতিত পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ভৌগলিক অক্ষন্ডতা রক্ষায় কোন সামরিক কর্মকান্ড পরিচালনা করা যাবে না। পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সম্পদের উপর বাংলাদেশ সরকারের কোন নিয়ন্ত্রন থাকবে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত