বনরুপা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে দীপংকর তালুকদারের নগদ অর্থ বিতরণ

Published: 07 Aug 2018   Tuesday   

রাঙামাটি শহরের প্রধান বানিজ্যিক কেন্দ্র বনরূপা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে মঙ্গলবার সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার’র পক্ষ  থেকে  নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 

বনরুপা বাজরের বি-আর এন্ড সন্স মার্কেটের সামনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে দীপংকর তালুকদারের  পক্ষ থেকে রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন এই ত্রাণ বিতরণ করেন। এসময় তিনি ২৮ পরিবারের প্রত্যককে নগদ ২ হাজার টাকা করে সর্বমোট ৫৬ হাজার ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বি-আর এন্ড সন্স মার্কেটের মালিক প্রদীপ চাকমাকে পাচ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৬ হাজার টাকা প্রদান করেন।

 

বিতরণকালে রাঙামাটি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হৃদয় চাকমা, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভু চাকমা, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, বনরুপা ব্যবসায়ী কল্যান সমতির সাধারণ সম্পাদক তাপস শীল, ত্রিদিব নগন কল্যাণ সমিতির সভাপতি স্নেহাশীষ চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য: গেল ২৩ জুলাই মধ্যরাতে শহরের বনরূপা বাজারে বি-আর এন্ড সন্স মার্কেটে মজুদকৃত সিলিন্ডার গ্যাসের বিস্ফোরনের ফলে অগ্নিকান্ডে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানসহ বসতবাড়ি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয়। আগুনে বি-আর মার্কেটটির উপরাংশের সবগুলো দোকান ও ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত