মাতামূহুরী নদী থেকে নিখোঁজ তিনজনের মধ্যে দু`জনের লাশ উদ্ধার

Published: 06 Aug 2018   Monday   

লামায় যাত্রীবাহি স্প্রীডবোট ডুবিতে ৩ জন নিখোঁজের ঘটনার ২ দিন পর সোমবার মাতামুহুরী নদীতে দু`জনের লাশ ভেসে উঠেছে। তারা হলেন উপজেলার ফাইতং ইউনয়িনের নতুন চিংকক পাড়ার লুলেক ম্রো(৫৫) ও লামা সদর ইউনিয়নের নতুন লাইল্লা পাড়ার মেন প্রে ম্রো(৩৫)।

 

উল্ল্যেখ্য, গেল ৪ আগষ্ট শনিবার বিকাল সাড়ে চারটার সময় লামা পৌরসভার লামামুখ এলাকার মাতামুহুরী নদী ও পোপা খাল ও লামা খালের মোহনায় যাত্রীবাহি একটি স্প্রীডবোট ডুবে ৩ জন নিখোঁজ হয়। ১৭ জন যাত্রী নিয়ে স্প্রীডবোটটি ডুবে গেলে ১৪ জন কুলে ফিরে আসে। বাকী ৩ জন নিখোঁজ হন।

 

লামা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার বিশ্বান্তর বিকাশ বড়ুয়া জানান, সোমবার সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে দেড়কিলোমিটার দূরে মাতামুহুরী নদীর মিশনঘাট এলাকায় নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকার লোকজন ফায়ার সার্ভিসের লোকজনদের খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় ২ জনের লাশটি উদ্ধার করা হয়। 

 

লামা সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন জানান, উদ্ধার হওয়া লাশ দু`টি তাদের স্বজনরা সনাক্ত করার পর প্রশাসনের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্জ(তদন্ত) লিয়াকত আলী জানান, , উদ্ধার হওয়া লাশগুলো পঁচে গেছে। লাশ গুলো উদ্ধার হওয়ার পর তাদের স্বজনরা লাশ সনাক্ত করার পর প্রাথমিক সুরহাতাল শেষে তাদের নিকট আত্মীয়দের কাছে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে লাশ গুলো হস্তান্তর করা হয়েছে। এখন নিখোঁজ রয়েছে রেংসাং ম্রো(৪০)। লাশটি উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত