দীঘিনালায় স্কুল ছাত্রীর ধর্ষনকারীদের শাস্তির দাবীতে রাঙামাটিতে মৌন প্রতিবাদ ও প্রদীপ প্রজ্জ্বলন

Published: 06 Aug 2018   Monday   
no

no

দিঘীনালায় ৫ম শ্রেণী ছাত্রীকে ধর্ষনকারীদের বিচার ও সর্বোচ্চ শাস্তিসহ নিরাপদ পাহাড়ের দাবীতে সোমবার সন্ধ্যায় রাঙামাটিতে মৌন প্রতিবাদ ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠন। 

 

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন পার্বত্য চট্টগ্রামের উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে ঘন্টাব্যাপী মৌন প্রতিবাদ ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এ মৌন প্রতিবাদ কর্মসূচিতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চাকমা সার্কেলের রাণী ইয়ান ইয়ান,পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলনের নেত্রী টুকু তালুকদার, জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, নারী নেত্রী এ্যাডভোকেট সুস্মিতা চাকমা, কনিকা বড়ুয়া, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, ছাত্র ইউনিয়নের নেতা সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ।

 

কর্মসূচিতে নারী হেডম্যান নেটওর্য়াকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিকসহ শিশু,নারী ও পুরুষ অংশ নেন।


উল্লেখ্য, গেল ২৮ জুলাই রাতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয় মাইল এলাকা জঙ্গল থেকে পঞ্চম শ্রেনীর ছাত্রী কৃত্তিকা ত্রিপুরা পূর্ণার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত