রাঙামাটিতে ট্রাফিক সপ্তাহের প্রথম দিনে ৩২টি যানবাহনের বিরুদ্ধে মামলা

Published: 05 Aug 2018   Sunday   

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রোববার রাঙামাটিতে আলোচনা সভা ও বিভিন্ন যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র পরীক্ষা-নিরিক্ষার অভিযান উদ্বােধন করা হয়েছে।

 

এদিকে পুলিশ সপ্তাহের প্রথম দিনে মোবাইল কোর্টের মাধ্যমে  বিভিন্ন  অপরাধে ৩২ টি যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

শহরের বনরুপা এলাকার সিএনজি স্টেশনে ট্রাফিক সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একএম মামুনুর রশীদ।  জেলা পুলিশ সুপার আলমগীর কবিরের সভাপতিত্বে অন্যান্যর মধে বক্তব্যে রাখেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, মোজাদ্দে-ই আলফেসানী একাডেমীর অধ্যক্ষ নূরুল আলম পাটোয়ারী, রাঙামাটি বাস মালিক সমিতির সভাপতি মঈন উদ্দীন সেলিম, জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার,  জেলা স্কাউটস কমিশনার নূরুল আবছার  প্রমুখ। স্বাগত বক্তব্যে দেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর। অনুষ্ঠানে  স্কাউটস,সিএনজি ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দ অংশ নেন।

 

আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র পরীক্ষা-নিরিক্ষা করে রাঙামাটিতে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন করা হয়। 

 

এদিকে, উদ্বোধনের পর পর বনরুপা এলাকায় মোবাইল বিভিন্ন যানবাহনে কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন  গাড়ীর ফিটনেস, লাইসেন্স ও ইন্স্যুরেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগে  মোটরযান অধ্যাদেশ ধারায় ২টি পিকাপ ১টি ও মোটরসাইকেল ২৯টি সহ মোট ৩২ টি যানবাহনের বিরুদ্ধে মামলা রজ্জু করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত