রুমায় প্রতিপক্ষের গুলিতে পিতা পুত্র নিহত, আহত ১

Published: 04 Aug 2018   Saturday   

বান্দরবানে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে প্রতিপক্ষের গুলিতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আরেক ছেলে গুলিতে আহত হয়েছে।

 

শুক্রবার রাত সাড়ে এগারটার দিকে পাইন্দু ইউনিয়নের পাইন্দু উজানী পাড়া বা গ্রামে এ ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষকে গুলি করে হত্যার পর ঘাটকরা পালিয়েছে। এ ঘটনায় এলাকায় এক ধরণের আতঙ্ক বিরাজ করছে।

 

রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা ও পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা জানান, পাড়া প্রধানের পদবী নিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ চলে আসছিল। নিহত সাবেক পাড়া প্রধান ক্যঅংপ্রু মারমাকে পাড়া প্রধানের পদ থেকে সরানোর পর দায়িত্ব গ্রহন করেন বর্তমান ভারপ্রাপ্ত পাড়া প্রধান মংরেঅং মারমা। এতে ক্ষিপ্ত হয়ে নিহত ক্যঅংপ্রু মারমা’র বড় ছেলে মংরেঅং মারমা’র ছোট ভাই নুশৈমং মারমাকে গুলি করে হত্যা করেছে এমন জনশ্রুতি আছে। এ ঘটনায় ক্যঅংপ্রুসহ তার তিন ছেলে কারাভোগও করে। সম্প্রতি তারা জামিনে বেরিয়ে আসে। পাড়ার লোকজনের বরাত দিয়ে প্রতিনিধিরা জানান, পাড়ার লোকজনের মুখে শুনেছেন গত শুক্রবার রাতে প্রতিপক্ষের লোকজনের গুলিতে তাদের মৃত্যু হয়েছে।


নিহত সাবেক পাড়া প্রধান ক্যঅংপ্রু মারমা ও ভারপ্রাপ্ত পাড়া প্রধান মংরেঅং মার্মা আত্মীয়তা সম্পর্কে মামা-ভাগিনা।
এদিকে শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে নিহত সাবেক পাড়া প্রধানের লাশ উদ্ধার করে পুলিশ। বাড়ির পাশর্^বর্তী আরেক জায়গা থেকে ছেলের লাশ উদ্ধার করা হয়। গুলিতে আহত ব্যক্তিকে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার বাম পায়ে গুলির আঘাতের চিহৃ রয়েছে।

 

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, প্রতিপক্ষের গুলিতে সাবেক পাড়া প্রধান (কার্বারী) ক্যঅংপ্রু মারমা (৬৫) ও তার ছেলে মংচাইহ্লা মারমা (২১) নিহত হয়েছে। আরেক ছেলে মংক্যহ্লা মারমা (২৫) আহত হয়েছে। তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ময়না তদন্তের জন্য সন্ধ্যার দিকে লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।


ওসি আরো জানান, প্রাথমিক তদন্তে পাওয়া গেছে দুপক্ষের ক্ষমতার দ্বন্দের জেরে এমন ঘটনা ঘটেছে। গুলি করার পর ঘাটকরা ঘটনাস্থল ছেড়ে পালিয়েছে। দেশিয় তৈরি বন্দুক দিয়ে তাদেরকে গুলি করা হয়েছে। ঘাটকদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।  শুক্রবার দিবাগত রাতে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে ঢুকে তাদেরকে গুলি করে বলে ধারণা করা হচ্ছে।

 

উল্লেখ্য, ২০১৭ সালের ২৬ জুলাই পাড়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নিহত ক্যঅংপ্রু কার্বারী’র বড় ছেলে হ্লাসিংমং মারমা (৩২) বর্তমান ভারপ্রাপ্ত কার্বারী মংরেঅং মারমা’র ছোটভাই নুশৈমং মারমাকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় নিহত কার্বারী ক্যঅংপ্রু মারমা ও তার তিন ছেলেসহ চারজনই জেলে ছিল। চলতি বছরের গত ৩১জুলাই মাসে তারা জামিনে বেরিয়ে আসে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত