পানছড়িতে ১২ অ-উপজাতীয় গুচ্ছগ্রাম প্রকল্প চেয়ারম্যানের তীব্র প্রতিবাদ

Published: 03 Aug 2018   Friday   

সম্প্রতি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১২টি অ-উপজাতীয় গুচ্ছগ্রাম প্রকল্পের বিরুদ্ধে দু-একটি সংবাদপত্রে নেতিবাচক খবর প্রকাশে প্রতিবাদ জানিয়েছেন পানছড়ি বাজার গুচ্ছগ্রাম প্রকল্প চেয়ারম্যান।


পানছড়ি বাজার গুচ্ছগ্রাম, প্রকল্প চেয়ারম্যান জয়নাথ দেব-এর স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলেন,সম্প্রতি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১২টি অ-উপজাতীয় গুচ্ছগ্রাম প্রকল্পের বিরুদ্ধে দু-একটি সংবাদপত্রে নেতিবাচক খবর প্রকাশিত হয়েছে। তা সম্প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে । প্রকাশিত রিপোর্টে প্রকল্প চেয়ারম্যানদের দোষারোপ করে বলা হয়েছে, তাঁরা কার্ডধারীদের খাদ্যশষ্য পরিমানে কম দেন এবং জোর করে খাদ্যশষ্যের পরিবর্তে টাকা দেন তা মোটে সত্য নয়। গুচ্ছগ্রামে খাদ্যশষ্য বিতরণে কোন অনিয়ম হয়নি। একটি স্বার্থনেশী মহল হীন উদ্দ্যেশ্যে প্রবাগান্ডা ছড়াচ্ছে। তাছাড়া পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেমকে জড়িয়ে বলা হয়েছে তিনি সিন্ডিকেটে জড়িত। আমরা এ ধরনের খবরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।


প্রতিবাদলিপিতে আরো বলেন, উপজেলার জন্ম লগ্ন থেকে এ রকম সৎ ও যোগ্য নির্বাহী কর্মকর্তা পানছড়িতে আসেননি। তবে এ কথা সত্য তিনি কারো অন্যায় আবদার রক্ষা করেন না। তাই একজন রাজনৈতিক ব্যাক্তির মনক্ষুন্ন হয়ে তাঁর বিরুদ্ধে এ ধরনের অনাখাংকিত মন্তব্য করেছেন। যাহা কখনও কাম্য নয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত