মাঠ সংগঠক ও পাড়া কর্মীদের চাকুরী বহাল রাখার দাবীতে রাঙামাটিতে সংবাদ সন্মেলন

Published: 01 Aug 2018   Wednesday   

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের তিন পার্বত্য জেলায় কর্মরত মাঠ সংগঠক ও পাড়া কর্মীদের চাকুরী বহাল রাখার দাবীতে বুধবার রাঙামাটিতে সংবাদ সন্মেলন করা হয়েছে।

 

রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দীঘিনালা উপজেলার সিনিয়র মাঠ কর্মী প্রীতি লতা চাকমা। এসময় সিনিয়র পাড়াকর্মী চন্দনা চাকমা, সূজিতা চাকমা,মিস্কি চাকমা, ইসমাইল হোসেন, মুকুল আক্তার, মিলি চাকমা, জয়ী চাকমা,জাকো ত্রিপুরা, রেখা চাকমা,সোনামনি চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের অধীনে দীর্ঘ বছর ধরে গ্রামীণ সমাজে বেড়ে উঠা ছোট ছোট শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা দিয়ে আসছেন। যা তিন পার্বত্য জেলার প্রত্যন্ত অঞ্চলের পাড়া কেন্দ্রগুলোতে কোন শিশু এ শিক্ষা থেকে বঞ্চিত থাকছে না। তবে  যৎ সামান্য সন্মানী ভাতা থেকে কর্তৃপক্ষ কিছু সন্মানী ভাতা বাড়ালেও বর্তমানে  সন্মানী ভাতা নিয়মিত পাচ্ছেন না। তারপরও পরিবার পরিজনকে নিয়ে কষ্টের মধ্য থাকলেও  পাড়া কেন্দ্রগুলো যথা নিয়মেই চালাচ্ছি।

 

কিন্তু বর্তমানে পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প নাম দিয়ে নতুন করে  মাঠ সংগঠক ও পাড়াকর্মী নিয়োগ দেয়া হচ্ছে। যা বয়স সীমার অজুহাতে বর্তমানে কর্মরতদের  চাকুরী থেকে বাদ  দিয়ে  নতুন মাঠ সংগঠক ও পাড়াকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। বয়স সীমা কমিয়ে চাকুরিচ্যূত করার প্রক্রিয়া যা কোন দিনই কাম্য নয়। অথচ সম্প্রতি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের নিয়োগে ১৮ থেকে ৫৭ বছর করা হলেও মাঠ কর্মী ও পাড়া কর্মীদের বেলায় ৪০ বছর করা হয়েছে। যা বোর্ডের দ্বিমত সিদ্ধান্ত। ইতোমধ্যে কর্মরত মাঠ সংগঠক ও পাড়াকর্মীদের চাকুরী বহাল রাখাসহ অধিকার প্রতিষ্ঠার দাবীত রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপিও প্রদান করেছেন।

 

উল্লেখ্য, ইউনিসেফ ও সরকারের যৌথ অর্থায়নে  পরিচালিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্বাবধানে সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তিন পার্বত্য জেলায় শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা দিয়ে আসছে তিন জেলায়  কর্মরত চার হাজার পাড়াকর্মী ও চারশ মাঠকর্মী।

 

সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প নামে নতুন প্রকল্প গ্রহন করেছে। সাড়ে তিন বছর মেয়াদের এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪শত ১৭কোটি টাকা। এই পাড়া কেন্দ্রের  মূলত কাজ হচ্ছে প্রাক-প্রাথমিক শিক্ষা দিয়ে শিশুদের বিদ্যালয়ে যাওয়ার জন্য উপযুক্ত হিসেবে গড়ে তোলা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত