মেধাবী ছাত্র জিফোর চাকমার পরিবারের স্বচ্ছলতা বাড়াতে জেলা পরিষদের সেলাই মেশিন প্রদান

Published: 30 Jul 2018   Monday   

জুরাছড়িতে মেধাবী ও গরীব ছাত্র জিফোর চাকমার পড়াশুনার সহায়তায় তার পরিবারকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

 

সোমবার জুরাছড়ি উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে জিফোর চাকমার  মা রিতা চাকমার হাতে তুলে দিলেন এই  সেলাই মেশিন জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা । এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব রিভা চাকমা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জ্ঞানমিত্র চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

বিতরণকালে জেলা পরিষদ সদস্য জ্ঞ্যানেন্দু বিকাশ চাকমা বলেন,বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার । তাই প্রতিটি মায়ের উচিত শিশুকে বিদ্যালয়ে পাঠানোর দায়িত্ব  পালন করার জন্য ।

 

 তিনি আরো বলেন সরকার বর্তমানে প্রতিটি ছাত্রকে প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক বিদ্যালয়ে  বিনা পয়সায় বই হাতে তুলে দিচ্ছে  তাই শিক্ষা গ্রহনের দায়িত্ব প্রতিটি ছাত্রের।

 

জিফোর চাকমার মা রিতা চাকমা বলেন, তিনি ও তার ছেলেএকটি পুরাতন মেশিন দিয়ে কোন রকম ভাড়া দিয়ে  দোকান পরিচালনা করেন। এই নতুন সেলাই মেশিন পেয়ে তা পরিবার অনেক খুশি  এবং এই সেলাই মেশিন দিয়ে কাপড় সেলাই করে ছেলের পড়াশুনাসহ সংসারের আয় হবে।

 

উল্লেখ্য, ভূবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র জিফোর চাকমা। সে লেখাপড়ার পাশাপাশি তার মাকে সেলা্ইয়ে সহায়তা করে লেখাপড়াসহ পরিবারের খরচ মিটিয়ে থাকে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত