এবার এইচএসসি পরীক্ষায় রাঙামাটি জেলা থেকে একমাত্র জিপিএ -৫ পেয়েছে লাভিবা জান্নাতুল তাজেরিন লাভিবা।
রাঙামাটি সরকারী কলেজ থেকে এবারে এইচএসসি পরীক্ষায় জান্নাতুল বিজ্ঞান বিভাগ থেকে অংশ গ্রহন করে। পরীক্ষার ফলাফলে রাঙামাটি জেলার ১৬টি কলেজের মধ্যে একমাত্র রাঙামাটি সরকারী কলেজ থেকে জান্নাতুল জিপিএ ৫ পেয়েছে ।
মেধাবী ছাত্রী জান্নাতুল এর বাবা রাঙামাটি সিনিয়র মাদ্রাসার শিক্ষক আব্দুর রশীদ ও মা জাহেদা বেগমের এক ছেলে ও এক মেয়ের মধ্যে বড় মেয়ে। সে সকলের কাছে দোয়া প্রার্থী।
উল্লেখ্য,এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায়(এইচএসসি) রাঙামাটি জেলায় পাশের হার ছিল শতকরা ৪৯ দশমিক ১১ শতাংশ। দশ উপজেলার ১৬টি প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থী অংশ গ্রহন করেছিল ৫ হাজার ৯২৮জন। এর মধ্যে পাশ করেছে ২ হাজার ৯১১জন। মোট কেন্দ্র ছিল ১০টি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.