মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ স্মরণে আলীকদমে চারা বিতরণ ও বৃক্ষরোপন

Published: 19 Jul 2018   Thursday   

মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদের স্মরণে সারাদেশে ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির ধারাবাহিকতায় লামা বন বিভাগের তৈন রেঞ্জের উদ্যোগে আলীকদম উপজেলায় ১৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার চারা বিতরণ করা হয়েছে।

 

বুধবার এ কর্মসূচীর অংশ হিসেবে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার নাজিমুল হায়দার, ভাইস চেয়ারম্যান কাইনথপ ¤্রাে, উপজেলা কৃষি অফিসার মো. ইয়াকুব মামুন, তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার শামসুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান ও প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া। এছাড়াও বন বিভাগের অন্যান্য-কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। চারা বিতরণ শেষে সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে অথিতিরা চারারোপন করেন।

 

তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার শামসুল হুদা জানান, মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। এতে একদিকে প্রতীকিভাবে আমাদের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় ব্যাপক ভূমিকা রাখবে।

 

এ কর্মসূচি বাস্তবায়নের জন্য লামা বন বিভাগও উদ্যোগ গ্রহণ করে। এ লক্ষ্যে এ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ইতোমধ্যে তৈন রেঞ্জের উদ্যোগে ৬ হাজার ফলদ ও বনজ চারা বিতরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত