বরকলে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

Published: 18 Jul 2018   Wednesday   

মহান মুক্তি যুদ্ধে ৩০ লক্ষ শহীদদের স্মরণে সারা দেশে এক যোগে ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বুধবার বরকলে বিভিন্ন বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৩০ হাজার ফলদ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।


সবুজে বাঁচি সবুজ বাচাই,নগর প্রাণ প্রকৃতি সাজাই- এ প্রতিপাদ্যকে নিয়ে বরকল বন বিভাগের উদ্যোগে বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা, বরকল মডেল থানার ওসি মোঃ মফজল আহম্মদ খান, বরকল বনশুল্ক পরীক্ষণ ফাড়িঁর রেঞ্জ কর্মকর্তা মোঃ কেএম নাজমুল হাসান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান পাটোয়ারী উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বরকল প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা, সাংবাদিক ইতিময় চাকমা ফরেষ্টার মোঃ মহসীন তালুকদার উজ্বল লেন্দু চাকমা বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা বন বিভাগের কামাল উদ্দিন সিনিয়র সহকারী শিক্ষক প্রতিময় চাকমা বাসরিকা দেওয়ান সহকারী শিক্ষক সুচারু বিকাশ চাকমা সুশান্ত চাকমাসহ বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের বয় স্কাউটস গার্লস গাইড ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।


বৃক্ষ রোপন কর্মসুচিতে বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউটস ও গার্লস গাইডরা ৩শটি বনজ ফলদ ও ঔষধি গাছের চারা রোপন করে।


বনবিভাগের রেঞ্জকর্মকর্তা মোঃ কেএম নাজমুল হাসান জানান, কর্মসূচির অংশ হিসেবে বরকল উপজেলায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ হাজার বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপন করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত