৩০ লক্ষ শহীদদের স্মরণে সারাদেশ ব্যাপী ৩০ লক্ষ বৃক্ষরোপনের অংশ হিসেবে বুধবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ৭ হাজার চারা রোপন করা হয়েছে।
পানছড়ি রেঞ্জ, খাগড়াছড়ি বন বিভাগ ও পানছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৬৬টি বিদ্যালয় প্রাঙ্গনসহ বিভিন্ন স্থানে এচারা রোপন করা হয়। সকালে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে থেকে বৃক্ষ রোপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো: লোকমান হোসেন, রেঞ্জ কর্মকর্তা মো: মোশারফ হোসেন, উপজেলা কৃষি অফিসার আলাউদ্দিন শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.