স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ

Published: 17 Jul 2018   Tuesday   

এক ত্রিপুরা স্কুল ছাত্রীকে ধর্ষণ ও দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন।

 

পিসিপিদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, মিছিলটি জেলা সদর স্বনির্ভর বাজার ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) কার্যালয় থেকে বের হয়ে নারানখাইয়া রেড স্কোয়ার হয়ে উপজেলা পরিষদ কার্যালয় প্রদক্ষিণ করে স্বনির্ভর বাজার গিয়ে এক প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা,পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অবনিকা চাকমা প্রমূখ।


সমাবেশে বক্তারা দাবী করে বলেন, পার্বত্য চট্টগ্রামে এই যাবত নারী ধর্ষণ ও বহুল আলোচিত কল্পনা অপহরণের ঘটনায় ন্যায় বিচার ও দৃষ্টান্তমূলত শাস্তির ব্যবস্থা না হওয়া আজ ধর্ষণ, খুন,গুম বৃদ্ধি পেয়েছে। তারই ধারবাহিকতায় গেল সোমবার সদর উপজেলা ১নং খাগড়াছড়ি সদর ইউনিয়নের নুনছড়ি রোয়াজা পাড়া এলাকায় মটরসাইকেল ড্রাইভার মো: এলশাদ কর্তৃক নবম শ্রেণী পড়ুয়া এক ত্রিপুরা ছাত্রীকে ধর্ষণের শিকার হতে হয়েছে।

 

বক্তারা, অবিলম্বে ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি, পাহাড় ও সমতলে সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতসহ পার্বত্য চট্টগ্রামের খুন-গুম-হত্যা-অপহরণ ও নির্যাতন বন্ধের দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত