নানিয়ারচরের ঘিলাছড়িতে এলজিসহ আটক ২

Published: 17 Jul 2018   Tuesday   

রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়িতে দেশীয় তৈরী বন্দুক(এলজি)সহ দুজনকে আটক করেছে আইন-শৃংখলা বাহিনী। 

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘিলাছড়ি বাজার এলাকায় সোমবার রাতে অভিযানে নামে আইন-শখলা বাহিনীর একটি দল। এসময় অনন্ত বিকাশ দেওয়ান(৬০) পিতা দেবসেন চাকমা ও সমর চাকমা(৩৭) পিতা পুতুল চাকমার বাড়িতে তল্লাশী চালিয়ে একটি দেশীয় তৈরী বন্দুক,দেশদ্রোহী কিছু বই, লিফলেট ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করে। পরে উদ্ধার করা সরঞ্জামসহ আটককৃতদের নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ জানান, মঙ্গলবার রাতে নিরাপত্তা বাহিনী ঘিলাছড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


এদিকে, ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত বিবৃতিতে জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা ঘিলাছড়িতে দুই নিরীহ গ্রামবাসীকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি অবিলম্বে সাজানো মিথ্যা অভিযোগে আটক দুই নিরীহ নিরপরাধ গ্রামবাসীকে নিঃশর্ত মুক্তি এবং অন্যায় ধরপাকড় ও জন হয়রানিমূলক অভিযান বন্ধের দাবি জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত