খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

Published: 14 Jul 2018   Saturday   

খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

 

শহরের মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানোর মধ্যে দিয়ে জেলার প্রতিটি উপজেলায় একযোগে ভিটামিন এ প্লাস খাওয়ানো শুরু হয়। এ ক্যাম্পেইনের আওতায় আজ জেলায় প্রায় এক লক্ষ বিভিন্ন বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষমাত্র নির্ধারণ করছেন জেলা স্বাস্থ্য অধিদপ্তর।

 

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারি সচিব আব্দুল মান্নান ও জেলা সিভিল সার্জন ডাক্তার শাহ আলম এবং জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক চাহেল আহম্মদ তস্তরী’সহ জেলা স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

স্বাস্থ্য বিভাগের হিসাব মতে আজ  খাগড়াছড়িতে ৯শ ৯০ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ১শ ৮৩ জন নীল রঙের এক লক্ষ আই ইউ ক্ষমতা সম্পন্ন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮৩ হাজার ৪শ ২জন শিশুকে লাল রঙের দুই লক্ষ আই ইউ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ প্লাস  ভিটামিন ক্যাপসুল  খাওয়ানোর কথা রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত