দেশবরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে রাঙামাটিতে সপ্তাহ ব্যাপী আর্ট ক্যাম্পের উদ্বোধন

Published: 14 Jul 2018   Saturday   

দেশের প্রথিতযশা ২৫ চিত্র শিল্পীকে নিয়ে শনিবার থেকে সপ্তাহব্যাপী রাঙামাটিতে প্রকৃতির ক্যানভাসে জীবনের রঙ- শীর্ষক  ৬ষ্ঠ আর্ট ক্যাম্প  উদ্বোধন করা হয়েছে।

 

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাব এইড ফাউন্ডেশনের আয়োজনে  রাঙামাটি পর্যটন মোটেল হল রুমে  দেশাত্ববোক গান ও আদিবাসীদের নৃত্যের মাধ্যমে দেশবরেণ্য চিত্র শিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থপতি কবি ও শিল্প সমালোচক রবিউল হোসাইন। আলোচনায় অংশ নেন বরেণ্য চিত্র শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, মনিরুল ইসাম, আবুল বারক আলভী, হামিদুজ্জামান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ল্যাবএইড গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (গণ যোগাযোগ) ও ক্যাম্পের সমন্বয়ক সাইফুর রহমান লেনিন।

 

উদ্বোধনী শেষে  অংশ গ্রহণকারী বিপাশা হায়াতসহ অন্যান্য নবীন চিত্র শিল্পীদের হাতে ছবি আঁকার সরঞ্জামাদি ও অ্যাপ্রোন তুলে দেন প্রবীন দেশবরেণ্য চিত্র শিল্পীরা। আগামী ২০ জুলাই পর্ষন্ত এই আর্ট ক্যাম্প চলবে।

 

আর্ট ক্যাম্পে অংশ গ্রহন করেন সমরজিৎ রায় চৌধুরী,মনিরুল ইসলাম, হামিদুজ্জামান খান, আবুল বারক আলভী, মনসুর উল করিম, আলোকেশ ঘোষ, আইভি জামান, তরুন ঘোষ, রনজিত দাশ, আহমেদ শামসুদ্দোহা, রেজাউন নবী, দিলারা বেগম জলি, সিদ্ধার্থ শংকর তালুকদার, কাজী সালাউদ্দিন, রাশেদুল হুদা, বিপাশা হায়াতসহ ২৫ চিত্রশিল্পী।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থপতি কবি ও শিল্প সমালোচক রবিউল হুসাইন বলেন,  এই আর্ট ক্যাম্পে নবীন ও প্রবীন শিল্পীদের মেইল বন্ধন তৈরী হচ্ছে। এতে তারা একে অপরকে অভিজ্ঞতা ভাববিনিময় করতে পারবেন। তিনি ফাইফ স্টার হোটেলে ও হাসপাতাতালে চিত্র কর্মে নিজস্ব গ্যারালী দরকার বলে মতামত প্রকাশ করে ল্যাবে এইডে আলাদা গ্যালারী  স্থাপনের প্রস্তাব রাখেন। এতে করে যারা রোগী ও অভিভাবকরা  আসবের তারা দেখতে পারবেন ও তাদের মন ভালো হবে।  ল্যাব এইডের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানগুলো অনুসরণ করে তাহলে এ শিল্পের মাত্রা, ব্যপ্তি অনেক বেড়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।

 

ল্যাব এইডের সহকারী মহাব্যবস্থাপক ও ক্যাম্পের সমন্বয়কারী সাইফুর রহমান লেলিন জানান,  সপ্তাহব্যাপী আর্ট ক্যাম্পে চিত্রশিল্পীরা রাঙামাটির হ্রদ পাহাড় ঝর্ণা, আদিবাসীদের জীবনযাত্রা ও এলাকার নানান নৈর্সগিক সৌর্ন্দয্য উপভোগের পর তুলির আচঁরে ক্যানভাসে ফুটিয়ে তুলবেন।

 

তিনি আরো জানান, এই আর্ট ক্যাম্প মূলত তরুন ও প্রবীন চিত্র শিল্পীদের সমন্বয় ঘটে। তরুন শিল্পীরা তাদের চিত্রকর্ম নিয়ে প্রবীনদের সাথে ভাবনা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনা পান। প্রবীণদের সংস্পর্শে থেকে তাদের ছবি আকার কৌশল দেখার পাশাপাশি প্রবীণদের দ্বারা তরুনদেন  চিত্রকর্ম বিচার-বিশ্øেষনের এক অনবদ্য সৃষ্টি হয়ে থাকে। 

 

তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দি উপস্থিত থাকা কথা থাকলেও  তিনি ঢাকায় জরুরী কাজ থাকায় উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি রোববার থেকে দু দিন উপস্থিত থেকে  ক্যাম্পে অংশ নেবেন।

 

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে প্রতি বছর ল্যাব এইড এই  আর্ট ক্যাম্প আয়োজন করে আসছে ।  ইতোমধ্যে সেন্টমার্টিন, মেঘনা, বান্দরবান, সুন্দরবন ও কক্সবাজারে এ ক্যাম্পের আয়োজন সম্পন্ন হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত