রাঙামাটিতে ফার্মাসিষ্ট প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি

Published: 11 Jul 2018   Wednesday   

ঔষধ ব্যবসায়ীদেরকে আরো দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এবং সঠিকমানের ফার্মাসিষ্ট তৈরীতে রাঙামাটিতে একটি প্রশিক্ষণ সেন্টার স্থাপনের দাবি করেছেন ফার্মাসিস ও ব্যবসায়ীরা।

 

বুধবার রাঙামাটিতে ঔষধ প্রশাসনের সাথে ফামাসিষ্ট ও ব্যবসায়ীদের মধ্যে এত মতবিনিময় সভায় ফার্মাসিস ও ব্যবসায়ীরা এ দাবী জানান।

 

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি রাঙামাটি শাখার উদ্যোগে রাঙামাটি চেম্বার অফ কমার্স কায়ালয়ের হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামস্থ ঔষধ প্রশাসনের সহকারি পরিচালক মোজাম্মেল হোসেন। কেমিস্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি কেন্দ্রীয় সভাপতি সমীর কান্তি সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঔষধ তত্বাবধায়ক মোঃ কামরুল হাসান।

 

মতবিনিময় সভায় রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে প্রায় ২৩০ জন ফার্মেসী ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত