ছয় মাসের মধ্যে ভিক্ষুক মুক্ত হবে-পানছড়ি ইউএনও

Published: 06 Jul 2018   Friday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলাকে আগামী ছয় মাসের মধ্যে ভিক্ষুক মুক্ত ঘোষনা করার ঘোষণা দিয়েছেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ আবুল হাশেম।

 

গেল বুধবার পানছড়িতে ভিক্ষুক পূর্ণবাসন কর্মসূচীতে গবাদিপশুসহ নগদ অর্থ বিতরণকালে তিনি এ ঘোষণা দেন।

 

 ক্ষুদা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ বির্নিমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিক্ষুক পূর্নবাসন কর্মসূচী আওতায় উপজেলার ২য় পর্যায়ে ১২ জন ভিক্ষুককে পুর্ণবাসন করা হচ্ছে।

 

এ সময় তিনি আরো বলেন যারা ভিক্ষুক পেশায় রয়েছে তাদের বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, উপজাতীয় ও অউপজাতীয়দের গুচ্ছগ্রামে অর্ন্তভুক্ত করাসহ নানাবিধ সুযোগ-সুবিধা প্রদান নিয়ে কার্যক্রম শুরু হয়েছে।

 

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মো: লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রতœা তঞ্চঙ্গ্যা, একটি বাড়ি একটি খামারের সমন্বয়ক মো: রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন, কিরণ ত্রিপুরা, বিজয় চাকমা, কালাচাদ চাকমা প্রমুখ।

 

পূর্ণবাসন কর্মসূচীতে ভিক্ষুক আলফত বেগম, বাসুতি ত্রিপুরা, সোনাজান বেগম, জনু সাওতাল, জলফা সাওতাল ভিক্ষাবৃত্তি না করার অঙ্গীকার করেন।

 

উল্লেখ্য, গেল ১২ জুন এ কর্মসূচীর উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত