জুরাছড়িতে ফলদ বৃক্ষমেলা সমাপ্ত

Published: 05 Jul 2018   Thursday   

পরিবেশ বন্ধব চারা ও ফলদ চারা বিতরণের মধ্যে দিয়ে জুরাছড়ি উপজেলায় তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। 

 

উপজেলা সম্মেলেন কক্ষে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সিরাজুল মোস্তফা চৌধুরী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এটিএম কামাল উদ্দিন। অনুষ্ঠানে সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এছাড়া কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে বিনা মূল্যে জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের প্রায় এক হাজার ফলদ ও ঔষধি চারা বিতরণ করা হয়।


সভায় বক্তারা বলেন, পাহাড়ে সামাজিক বনায়নের কাজ এগিয়ে নিতে হলে ন্যাড়া পাহাড়গুলো আবারো সবুজ বনে পরিণত করতে হবে। ব্যাপক পরিবেশ বান্ধব বৃক্ষ রোপণের মাধ্যমে পাহাড়ে নতুন সবুজ বন সৃষ্টি করতে হবে। বক্তারা প্রত্যেককে বাড়ীর আঙ্গিনায় ফলজ ও ঔষধি গাছ রোপনের আহ্বান জানান।

 

উল্লেখ্য উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে আয়োজনে গেল ৩ জুলাই হতে ৫ জুলাই পর্যন্ত ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়। মেলায় ১৩টি ষ্টল অংশগ্রহন করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত