জুরাছড়িতে ছাত্র লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ

Published: 04 Jul 2018   Wednesday   

জুরাছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পদ থেকে ধন বিকাশ চাকমা পদত্যাগ করেছেন। মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের সভাপতির কাছে এ পদত্যাগ পত্র জমা দেন। 

 

জানা গেছে, আওয়ামী লীগ অঙ্গসংগঠনের কৃষক লীগ বিলুপ্ত ঘোষনাসহ ৩২২ জন কর্মীদের পদত্যাগের হিরিক চার মাস পর্যন্ত স্থগিত থাকার পর মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ধন বিকাশ চাকমা পদত্যাগ করেছেন।    এর আগে  গেল ২৪ ফেব্রুয়ারী সর্বশেষ রাঙামাটি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বন বিহারী চাকমা, যুব লীগের সভাপতি সুমতি বিকাশ দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক শংকর চাকমা।

 

উপজেলা ছাত্রলীগের সভাপতি জ্ঞান মিত্র চাকমা জানান, পারিবারিক সমস্যা দেখিয়ে দলের সাধারণ সম্পাদক ধন বিকাশ চাকমা অব্যহতি দিয়েছেন। তার অব্যহতিপত্র প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা কমিটির কাছে প্রেরণ করা হয়েছে।

 

উল্লেখ্য গেল বছর ডিসেম্বর মাসে প্রথম সাপ্তাই আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমার হত্যা কান্ডের ৪দিন পরে উপজেলা নেতা-কর্মীদের পদত্যাগের হিরিক শুরু হয়। প্রথম দফায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কালাধন চাকমা, যুগ্ন সম্পাদক পব্বন বিকাশ চাকমা, সহ-সভাপতি অনিল কুমার চাকমা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দীপংকর কার্ব্বারী, যুব লীগের অর্থ সম্পাদক উত্তম কুমার চাকমা, মহিলা লীগের ধর্ম বিষয়ক সম্পাদক টুনি চাকমা, জুরাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হৃদয় রঞ্জন চাকমা, কৃষক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সনদ কুমার চাকমা, কার্যকরী কমিটির সদস্য ফুলেশ্বর চাকমা, ছাত্র লীগের যুগ্ন সম্পাদক রপ্তদীপ চাকমা (রকি)সহ নব্য যোগদানকৃত সাবেক দুমদুম্যা ইউপি চেয়ারম্যান রাজিয়া চাকমা, বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য কৃষ্ণা চাকমা পদত্যাগ করেন।

 

এছাড়া পরবর্তী সময়ে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য কালা চান চাকমা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রমোদ কান্তি চাকমা, সাংগঠনিক সম্পাদক লাল বিহারী চাকমা পদত্যাগ করেন। তারা সবাই ব্যাক্তিগত ও পারিবারিক সমস্যা কারন দেখিয়ে পদত্যাগ পত্রে উল্লেখে করেছেন।

 

এদিকে জুরাছড়ি উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাছেদ জানান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমার হত্যাকান্ডের এসআই মোঃমাইন উদ্দিন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে আরো ১৫ থেকে ২০জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা করা হয়। মামলার তদন্ত চলছে বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত